সমুদ্র তীরের প্রার্থনা / সাইফ আলি

সমুদ্রের তীরে বসে আছি
ঢেউগুলো ক্রমাগত সেজদায় নত
সন্ধ্যার সূর্যটা টকটকে লাল
আর কিছুক্ষণ
এরপর হারিয়ে যাওয়া জাহাজের মতো
দৃষ্টির ওপারে রাঙাবে পৃথিবী…

এক ঝাক সমুদ্রচর পাখি উড়ে এলো
বেলা শেষে খুঁজে নেবে রাত্রী অবসর…
বাতাসে দুলছে চুল
দুলছে জীবন
সমুদ্রের এবং সন্ধ্যার তীরে বসে
আর কতক্ষণ?
ডুবে যাওয়া সূর্যের মতো
ফিরে আসা পাখিদের মতো
আমাকেও ডুবে যেতে হবে
ফিরে যেতে হবে…

উচ্ছ্বসিত ঢেউয়ের মতো
আমিও সমুদ্র তীরে
সেজদায় অবনত হই-
হে আমার প্রভূ, ক্ষমা করে দিও;
মানুষের চেয়ে আর কি আছে তোমার বেশি প্রিয়!