রাতটা যতো গভীর হবে / সাইফ আলি

রাতটা যতো গভীর হবে
চাঁদটা ততো জোছনা ছড়াবে ॥
গাছের পাতারা দুলবে হাওয়ায়
আল্লাহ তোমারি অনুভবে॥

রাতজাগা পাখিগুলো গেয়ে যাবে গান
আল্লাহু আল্লাহু আল্লাহ মহান॥
তাদের সে গানে গানে মুগ্ধ এ মন
ব্যাকুল তোমারি অনুভবে।

বয়ে চলা নদীগুলো গেয়ে যাবে গান
আল্লাহু আল্লাহু আল্লাহ মহান॥
মাঝরাতে একা বসে জায়নামাজে
আল্লাহ তোমারি অনুভবে।

রিমিঝিমি বয়ে চলা ঝর্ণার তান
আল্লাহু আল্লাহু আল্লাহ মহান॥
নিরব প্রকৃতি হায় মুখর হবে
আল্লাহ তোমারি অনুভবে।

সুর : বায়জীদ আল বান্না
কণ্ঠ : গোলাম মওলা