অন্তরালের প্রিয়া / সাইফ আলি

অন্তরালের প্রিয়া হবি তুই?
নিরবে বলবি কথা,
দুজনার প্রেমে প্রভাবক শুধু
নিশিঘোর নিরবতা।

আমাদের কোনো আলাপচারিতা
ভাঙাবে না কারো ঘুম,
আমি তোর হবো চোর হবো খুব
সারারাত নিঝ্ঝুম।

হাতে হাত নেই,
চোখে চোখ থাকবে না
হৃদয়ে হৃদয় মিলে কোনোদিন
কোনো ছবি আঁকবে না।