অথচ কেমন তুমি অচেনা আকাশ হয়ে যাও
অবারিত অক্ষরে সাজাও আপন অবয়ব
ভালোবাসি বলতেই ছুড়ে দাও বিমর্ষ মেঘ
ছুড়ে দাও মোহহীন একমুঠো জলজ আবেগ-
নদীর আচল তুমি কাশফুল পাড় জেগে জেগে
কি স্বপ্ন বুনেছিলে- কি ছিলো তোমার অভিরুচি-
আমিতো বুঝিনি কিছু বোঝার জন্য বার বার
স্রোতের সুতোয় বেঁধে ভাসিয়েছি শরীর আমার।
অথচ কেমন তুমি অচেনা আকাশ হয়ে যাও
অথবা নদীর মতো কাশফুলে বুনন শেখাও!
এখানে আপনার মন্তব্য রেখে যান