অনুকবিতা ০১ / সাইফ আলি

পাতায় পাতায় চোখ পেতেছি
ফাগুন তুমি আসলে না
তোমায় পেলাম হলুদ শাড়ি
তরুণিদের মাথায় মাথায়…

এখানে আপনার মন্তব্য রেখে যান