কালের স্রোতে নাও ভাসাতে চায় যদি বা মন / সাইফ আলি

কালের স্রোতে নাও ভাসাতে চায় যদি বা মন
বিবেক এসে দেয় কি বাঁধা, করে কি বারণ?

মসজিদে যাও, সেজদা করো, ঘুষেও বসাও ভাগ
বলতে পারো কার সাথে কার চলছে অনুরাগ?
নামাজ কেনো বাঁধ সাধে না, খোঁজো কি কারণ?

তাওহিদেরই কালেমা পড়ে ঘুরছো নেতার পিছে
শির ঝুকে যায় সামনে কারো, কেউ বা পায়ের নিচে
পাক কালিমা দেয় না বাঁধা, থাকেনা স্মরণ!?

দৃষ্টি তোমার সংযত নয় যদিও রোজা রাখো
কালো টাকায় রাজধানীতে দালান তুলে থাকো
বছর প্রতি খানে কাবায় করছো বিচরণ!

06.10.19