নিজেকে বিকিয়ে যারা কেনে জান্নাত / সাইফ আলি

নিজেকে বিকিয়ে যারা কেনে জান্নাত
পৃথিবী তাদের কোনো ঠিকানা নয়
কোনো লোভ লালসাই ভোলে না তারা
থাকেনা তাদের কিছু হারানোর ভয়।।

সত্য যখন এসে সামনে দাঁড়ায়
অস্বীকার করে তারা দূরে ঠেলে না
তাতে যদি ভেঙে যায় পৃথিবী তাদের
ইমানের দাবি তবু মুছে ফেলে না।।
জান্নাতি পাখি তারা হবে নিশ্চয়।

দু’দিনের পৃথিবীটা চাওয়া পাওয়া যার
ব্যর্থতা তার কাছে শুধু হতাশার
লাভ ক্ষতি মেনে নিয়ে সুখি সেই হয়
আল্লা’র সাথে যার প্রেম-পরিনয়।।

শাহাদাৎ প্রিয় যার তার কলিজায়
জালিমের ভয় হানা দিতে পারে না
কুরানের আলো দিয়ে পথ দেখলে
কেউ তাকে ভুল পথে নিতে পারে না।।
প্রকৃত মুসলমান তার পরিচয়।।

০৫.১০.১৯

এই গানটা নিয়ে নিয়াজ মাখদুম ভাই কাজ করছেন।

এখানে আপনার মন্তব্য রেখে যান