তোমার কিসে ভয় / সাইফ আলি

তোমার কিসে ভয়-
বন্ধু, তোমার কিসে ভয়?
তুমি বুকের ভেতর জোনাক পুষে রাখো
তুমি অন্ধকারের রাস্তা ছেড়ে আলোর পথে ডাকো।।
আল্লাতা’লার রহম ঘিরে তোমাকে নিশ্চয়…
বন্ধু, তোমার কিসে ভয়?

তোমার বুকে পাক কোরানের আতরদানী খোলা
তোমার চোখে নূরের জ্যোতি, নও তুমি পথভোলা
তোমার কিসে ভয় তবে তোমার কিসে ভয়?
বন্ধু তোমার মিষ্টি হাসিই তোমার পরিচয়।।

অহংকারের ভয়াল দানো ছোঁয়নি তোমার মন
পরের ভালো ভেবেই তোমার কাটছে সারাক্ষণ
স্বার্থপর এই জগৎ ঘিরে যদিও বিচরণ
উদারতার সঙ্গে তোমার ভীষণ পরিণয়।।

04.07.19

এখানে আপনার মন্তব্য রেখে যান