আমার পায়রা হওয়ার সখ যে বড় তা না / সাইফ আলি

আমার পায়রা হওয়ার সখ যে বড় তা না
শুধু ইচ্ছে ছিলো থাকবে দুটো ডানা..।

আমার ইচ্ছে ছিলো ইচ্ছেগুলো দূরে অনেক দূরে
বহন করে ছড়িয়ে দেবো ঝলমলে রোদ্দুরে
আর বুকের খাঁচায় রাখবো পুষে হাসিখুশির ছানা।।

আজ চারদিকে যে মানা
আকাশ দেখার ইচ্ছে হলে রঙিন সামিয়ানা
টাঙিয়ে দিয়ে বলছে সবাই, ‘বাঁধা এ সীমানা।’

তোমার ভয় যদি হয় চুপটি করে থাকো তোমার ঘরে
আমি তোমার মনের লাশটা বহন করবো ক্যামন করে,
তোমার লাশে ভর করেছে নিষেধ হাজারখানা।।

০৬.১১.১৯

এখানে আপনার মন্তব্য রেখে যান