তোমার আলোয় যদি চোখ পুড়ে যায় / সাইফ আলি

তোমার আলোয় যদি চোখ পুড়ে যায়
তোমার কথায় যদি মন ভেঙে যায়
কিভাবে রাখবো হাত তোমার হাতে
কিভাবে বাসবো ভালো তোমার কথায়??

০৫.১১.১৯

দাওয়াতের মজলিসে কেনো এতো কঠোর বলো
রাসূল সুন্নাত মুচকি হাসিটা কেনো এড়িয়ে চলো
তোমার আশেপাশে ভীড় করে মৌমাছি যারা
মধু না পেয়ে যদি ফিরে যায় কাটার খোঁচায়!?

দ্বীনের দায়ী তুমি তোমার কথার ফুল ফুটবে যখন
কলুষিত হৃদয়ের পাপের কালিমা ঝরে পড়বে তখন
তবেই তুমি হবে প্রকৃত দায়ী
শপথের সাথী হবো তোমার কথায়।।

০৮.০৫.২০

এখানে আপনার মন্তব্য রেখে যান