কিছু ভিন্ন ভিন্ন সুর / সাইফ আলি

কিছু ভিন্ন ভিন্ন সুর
আজ লাগছে সুমধুর
কিছু স্বপ্ন হেয়ালি
নিয়ে সঙ্গে বহুদূর
আমি যাচ্ছি হেটে আজ
তুমি সঙ্গি হবে কি??

এই রাত্রি ঘনঘোর
খুলে মর্তবা জুতোর
পথ মাপছে খালি পা
তুমি সঙ্গি হবে না??

এই রাত ফিরে ফিরে
যেনো আসে বারে বার,
আছে অন্ধকারে কি
বলো সঙ্কিত হওয়ার?

খুব চেনা এ পথ
পথিক পুরাতন
যদি সঙ্গি হতে চাও
এই হাত ধরো, এসো..
এই হাত ধরো, এসো..

18.01.20

এখানে আপনার মন্তব্য রেখে যান