এলো রমজান এলো বৃষ্টি নিয়ে / সাইফ আলি

এলো রমজান এলো বৃষ্টি নিয়ে
রহমের সে ধারায় নেয়েছি,
রহম করো যেনো বলতে পারি-
‘পেয়েছি তোমাকে পেয়েছি।’

তোমার রহম ছাড়া কি চেয়েছি আর
মাগফিরাতও যদি পাই উপহার
ভেজা চোখে সেজদায় লুটিয়ে রবো
ডেকে নিও খুলে দিয়ে নাজাতের দ্বার।।
কেঁদে কেঁদে এটুকুই চেয়েছি…

অন্ধ যারা তারা দেখেনা তোমার
ক্রোধের আগুন প্রভূ কিংবা দয়ার
অমীয় ধারা তাই তাদের সাথে
আমাকেও দূরে ঠেলে দিও না…

অনেকটা পথ শুধু হেঁটেছি একা
যে আশায় আজো তার পাইনি দেখা
মিলেছে অনেক কিছু ভরেনি এ মন
ভরবে না জানি আজ না পেলে তোমার।।
কেঁদে কেঁদে এটুকুই চেয়েছি…

২৫.০৪.২০

এখানে আপনার মন্তব্য রেখে যান