ধুলো মাখা দিন অথচ রঙিন স্বপ্নে / সাইফ আলি

ধুলো মাখা দিন অথচ রঙিন স্বপ্নে
ভেসেছি তখন দু’চোখে ছিলো না কারো ভয়,
লোকের কথায় বেচিনি ইচ্ছে
মনেতে ছিলো না সংশয়।।

তারপর বহু রাত হয়ে গেছে ভোর
ঘুরে গেছে বহু প্রশ্নের উত্তর
ভালোবেসে বেসে শেষবেলা এসে কেউ ঠকে গেছে পুরোটাই
কেউ জিতে গেছে তোমার জন্য, তোমারই জন্য নিশ্চয়।
ওগো দয়াময়, লোকের কথায় বেচিনি আত্মা
মনে যে ছিলো না সংশয়।।

কখনো কখনো মনে হলে কভু এই
ভঙ্গুর মন ভেঙে যাবে সহজেই
আরো দৃঢ় করে ধরেছি তোমারে স্মরেছি তোমারে দয়াময়
একাকি আমাকে দাওনি তো ছেড়ে, দিয়েছো নিবিড় আশ্রয়।
ওগো দয়াময়, লোকের কথায় বেচিনি আত্মা
মনেতে রাখিনি সংশয়।।
২২.১০.২০

এখানে আপনার মন্তব্য রেখে যান