এখানে এখন / মুসা আল হাফিজ

বলা হচ্ছে, আমরা বেঁচে আছি
এ গুজবে বিশ্বাস করি না
আপনারা বেঁচে আছেন, এও গুজব
আমাদের কেউ গুরস্তানে দাফন করেনি!
আপনাদের কেউ শববাহকের হাতে তুলে দেয়নি!

কেন দেবে?

এখানে
এখন
আমরা সকলেই যার যার গুরস্তান
আপনারা সকলেই যার যার শববাহক