প্রিয় মুখ! / মুসা আল হাফিজ

টাইমলাইন থেকে
ঘুঁষি এসে
পাঁজরে লাগছে!

হাড়ের গুহা থেকে বেরিয়ে
রাতের দিকে হেঁটে চলা
একপরিবার দুঃখ আমি!

আমার বিধ্বস্ত মুখকে যখন দেখছি,
দেখাকে উড়িয়ে নিয়ে
দমকা হাওয়া
সাদাপোশাকমৃত্যুর ভারে
বুড়িয়ে যাওয়া স্ট্যাটাসের মতো
ধুকতে লাগলো!

একপরিবার দুঃখ আমি
মাথার ভেতর ভিজিয়ে রাখি
বাবার শুকনো মুখ!

যা ছিলো শোবার ঘর,
এখন সে বিরানভূমির ছায়া!

সেখানে একটি
নিদ্রাহরণকারী ছবি ছিলো প্রিয়মুখের,
যার ডাকনাম সম্ভাবনা।

তার হাসির উপর চাপিয়ে
দেয়া হয়েছে বিশেষ নেমপ্লেট!

গতকাল নিখোঁজ বাবার খোঁজ
জলাভূমির দিকে এগিয়ে গেলো
হাওয়াবাহিত গন্ধের মারফত!

সেখানে বাবাকে পাইনি বটে!
তার সন্ধানে ব্যানার হাতে
উদ্বেগ ঝরানোর পাপে
আমার সেই
প্রিয় মুখ দেখি- শবদেহ হয়ে আছে।

সম্ভাবনার সারা গায়ে
ভনভন করছে পোকা, মাছি, কীট ; যেন বাংলাদেশ!

“প্রিয় মুখ! / মুসা আল হাফিজ” এ একটি মন্তব্য

  1. মুসা আল হাফিজের কবিতা – সাইফ আলি এভাটার

    […] রাত্রের কবিতা৪৩. অন্ধগলির কবিতা৪৪. প্রিয় মুখ!৪৫. এখানে কালের পাখি৪৬. শাশ্বতমুগ্ধ৪৭. […]

    Like

এখানে আপনার মন্তব্য রেখে যান