রাতজাগা মানুষের পিছে / মুসা আল হাফিজ

ফুটন্ত দীর্ঘশ্বাসগুলো রাতের নদীতে ফেলে দিয়ে
নক্ষত্রকে স্বাক্ষী রেখে সমুদ্রে শয্যা পাতলাম

অমর্ত অরণ্য থেকে ছুটে এলো জ্যোৎস্নার ঘোড়া
তার খুরের দাপটে পালিয়ে গেলো নির্লজ্জ শেয়াল
নতুবা মধ্যরাত এখনো প্রক¤িপত হতো জ্বলজ্বলে চিৎকারে

বিমূর্ত ঘোড়ার কণ্ঠ বেজে উঠলো বাতাসের উর্মীর মতো
সে বললো ওঠো ওঠো একটু পরেই সামুদ্রিক মাইনগুলো
ফেটে পড়বে বর্বরের হাসিতে

সমুদ্র ছেড়ে এসে প্রান্তর, উপত্যকা, জনপদ
নদীনালা, শূন্যের উদ্যানে কড়া নাড়লাম
সর্বত্রই রাতজাগা মানুষের পিছে মাইন ফেটে
বেরিয়ে আসা বর্বরের তাড়া