পৃথিবীর আদিঅন্তে / মুসা আল হাফিজ

খনিশ্রমিকের দুঃখকষ্ট বাঘের শরীরে লিখে নিয়ে
মাংসাশী জঙ্গলের তুফানী রাতে
একপাল হরিণীকে কবিতার পঙক্তি দিয়ে
সারারাত পাহারা দিলাম

জ্যোৎস্নার নিকুঞ্জে আমার পাঞ্জাবীটা নিস্পাপ শিশুর মতো
বেহুলার শব্দে সচকিত
সেই শব্দে জড়িয়ে আছে কতো পুষ্পের ভালোবাসা
অরণ্যে ছড়ালো তার হার্দিক ঢল

সহসা একঝাঁক পাখি আমার আকাশ জুড়ে উড়াল দিয়ে উঠলো
গানে গানে রাতভর তারা আনাল হকের আগুন ছড়ালো

আমার ব্যাকুল প্রাণ দুমেরু মাতাল করে
পৃথিবীর আদিঅন্তে ছুটে যায়
সুর ছড়িয়ে
সেই সুরে জেগে ওঠে অনাগত বিশ্বের শিশু
কণ্ঠে তার-মানুষের জয়

“পৃথিবীর আদিঅন্তে / মুসা আল হাফিজ” এ একটি মন্তব্য

  1. মুসা আল হাফিজের কবিতা – সাইফ আলি এভাটার

    […] শাশ্বতমুগ্ধ৪৭. ক্ষুধার্ত পৃথিবীর৪৮. পৃথিবীর আদিঅন্তে৪৯. উদ্ভাস৫০. […]

    Like

এখানে আপনার মন্তব্য রেখে যান