বিমুখ নিয়তি / মুসা আল হাফিজ

মেঘের হাসপাতালে আছি
হাওয়ার ধারাবর্ণনায় লতাগুল্ম আমার
পাঁজরের শব্দ শুনতে পাচ্ছে!

কতো ভারি বর্ষণ হলে
সে কোরাস ভিজাবে তোমার ধুলো?

আমার যন্ত্রণায় আকাশ কালোশ্লেট
আর্দ্রবুকগুলো কৃষ্ণচুড়ার রক্তের মতো
ছলকে উঠে; উত্তাপ তোলে।

সবুজ পেঁকে হলুদ আর
ভাঙনের মুখে অবিরাম ঝাপিয়ে পড়ে
কারোটির পাথর।

জলবায়ুর বুক চাপড়ানি দেখেও তুমি তো কৃষ্ণপক্ষ
হলে না নরোম?

“বিমুখ নিয়তি / মুসা আল হাফিজ” এ একটি মন্তব্য

  1. মুসা আল হাফিজের কবিতা – সাইফ আলি এভাটার

    […] তোমরা কেন?৬০. উছলানো সবুজ৬১. বিমুখ নিয়তি৬২. প্রভু৬৩. আধুনিক ইশ্বর৬৪. আরেক […]

    Like

এখানে আপনার মন্তব্য রেখে যান