যে দান তোমার / মুসা আল হাফিজ

পেয়ালায় দেয়া হলো লবণময় পানি
কেউ পারেনি পান করতে

শুধু এক প্রেমিক আয়াজ মিষ্ট মিষ্ট বলে
সকল তিক্ততাকে বুকে ভরে নিলেন ।

তাকে বলা হলো- ভয়াল তিক্ততা
তোমার কাছে মিঠে হলো কীসে ?
আয়াজ বললেন- অজস্রবার যার মিঠে শরবত পান করেছি ।
আজ একবার পেয়ালায় তিক্ত পানীয় দেখে
তার অনুদানকে আমি ছোট করতে পারি ?

প্রিয় !
আমি তোমার বিরহের লবণভরা
গেলাস পান করছি একে একে
তার মিষ্টতা আমার কণ্ঠে কবিতা হয়ে হাসছে
তোমার ইচ্ছের যাতনার ভেতর আনন্দের উদ্যান রচিত হচ্ছে
তোমার হাত আমাকে যা দেবে , সেটাই গোলাপ

তুমি যখন দূরে সরাও , এর আনন্দ আলাদা
কারণ বিগত স্বপ্নে তোমার প্রত্যাখানের চোখের তারায়
মৃদু প্রশ্রয় দেখেছি !

সেই থেকে হয়ে আছি আশার পরাগ !

তুমি ছাড়া কারো হাতে নিহত হবো না

লোকেরা যে পথেই যায়, তোমার পথে যায়
ফিরে আসে হাতে নিয়ে সতেজ নিজেকে!

আমি যে পথেই যাই, পথ ভুলে যাই
ফিরে আসা ভুলে যাই, নিজেকেও পাই না খুজে!

ভুলে যাই দিন রাত সকাল বিকাল
ভুলে যাই ডান বাম পুর্ব পশ্চিম
ভুলে যাই সুখ দুঃখ রোদ কিংবা শীত

কারণ যখন আমি তোমার দিকে যাত্রা করি,
জীবিত থাকি না

জীবিত থাকি না বলেই কোনো ঝড়, টর্নেডো, ক্ষুধা,
দুঃশাসন, বরফ কিংবা আগুন আমাকে
বিচলিত করতে পারে না!

কোনো মরণাশংকা আর আমাতে জাগে না

কে আমাকে মারবে যখন মরণ আমার পাহারাদার?

কোনো জীবন আমাকে স্পর্শ করতে পারছে না
কারণ তুমি ছাড়া আমার কোনো জীবন নেই

কোনো মরণ আমার ধারে আসছে না
কারণ তুমি ছাড়া কোনো মরণ নেই আমার

তোমার অমোঘ তীরে বিদ্ধ হয়ে আমি
জীবন মরণ থেকে ছিটকে পড়ে গেছি!`

“যে দান তোমার / মুসা আল হাফিজ” এ একটি মন্তব্য

  1. মুসা আল হাফিজের কবিতা – সাইফ আলি এভাটার

    […] সঙ্গে৬৮. তুমি৬৯. আমি৭০. তুমি আর আমি৭১. যে দান তোমার৭২. আমি ও নিয়তি৭৩. চিঠি৭৪. রুহ যখন […]

    Like

এখানে আপনার মন্তব্য রেখে যান