আছে / মুসা আল হাফিজ

যে পৃথিবী মদভরা, সে পৃথিবী এই
যে পৃথিবী গানভরা, সে পৃথিবী এই
আনন্দ ও নৃত্যময় গাছ-ঘাস এই

তুমি দেখো নেই!
আহা, কেন নেই?

যেই
তুমি নেই বলো, হতে থাকে নেই

বলো আছে বলো আছে বলো আছে
আছে-
বসন্তের পাতাফুল শীতাহত গাছে!

“আছে / মুসা আল হাফিজ” এ একটি মন্তব্য

  1. মুসা আল হাফিজের কবিতা – সাইফ আলি এভাটার

    […] খাও!৭৮. ভোরের দেয়ালিকা৭৯. দৌড়৮০. আছে৮১. নদী৮২. আগুনের মা৮৩. আজ কার জন্ম […]

    Like

এখানে আপনার মন্তব্য রেখে যান