আমার দেশে প্রধান নদীর নাম অশ্রু
ভেতরে দহন নিয়ে বয় নদী বয়
জিগরের রক্তকে বানিয়েছি পানি
স্রোতে স্রোতে ভেসে যায় গলিত হৃদয়
সেই নদী আছে মানে আছি বেঁচে আছি
অশ্রুর গৌরবে যাই কাছাকাছি!
আমার দেশে প্রধান নদীর নাম অশ্রু
ভেতরে দহন নিয়ে বয় নদী বয়
জিগরের রক্তকে বানিয়েছি পানি
স্রোতে স্রোতে ভেসে যায় গলিত হৃদয়
সেই নদী আছে মানে আছি বেঁচে আছি
অশ্রুর গৌরবে যাই কাছাকাছি!
[…] ভোরের দেয়ালিকা৭৯. দৌড়৮০. আছে৮১. নদী৮২. আগুনের মা৮৩. আজ কার জন্ম […]
LikeLike
এখানে আপনার মন্তব্য রেখে যান