নাটক / মুসা আল হাফিজ

বাতাসের যে জগতে মৌনতার বাস
সে অতলে শব্দহীন এ কোন কোরাস?

আমাতে মুখর হয়ে আমাকে জাগায়
সকল প্রদীপে জ্বলে, নিজেকে জ্বালায়

গানের গহীনে বসে হেসেছে যে সুখ
কে দেখেছো কে দেখেছো সে প্রেমের মুখ

যত ধ্যান নিগূঢ় এই রাত্রির মনে
তার ভার ছড়ালাম বনে – উপবনে

বন হলো নিখিলের সবুজ সাধক
এভাবেই জমে গেলো দারুণ নাটক

ধরার নাটকগুলো জমবে বলে
আমার দিবস-রাত কেন যাবে গলে?

এখন আমায় দাও লিখতে নাটক
আমাতে প্রদীপ বন পাহাড় পাবক

“নাটক / মুসা আল হাফিজ” এ একটি মন্তব্য

  1. মুসা আল হাফিজের কবিতা – সাইফ আলি এভাটার

    […] পৃথিবী৮৫. সত্ত্বার সংগীত৮৬. নাটক৮৭. গণতন্ত্র৮৮. লোকটি৮৯. পাগল লোকটি৯০. […]

    Like

এখানে আপনার মন্তব্য রেখে যান