পাগল লোকটি / মুসা আল হাফিজ

লোকটি মানুষের ভিড়ে নিবিড় নিরবে নিখোঁজ নিজেকে খোঁজছে
ভগ্নলোকালয়, মগ্নসুখালয় নগ্নভোগালয় কিংবা
বহুজাতিক ডুবন্ত জাহাজ, উড়ন্ত রাজনীতি, থৈ থৈ হাহুতাশ
এবং মাতাল দুতাবাসে খুঁজছে মানুষ!

চন্দ্র-সূর্যগলা গোলাকার ঘরখানা মানুষের চাপে
চ্যাপ্টা হয়ে যায় আর লোকটি
মানুষ কোথায়?
মানুষ কোথায়?
বলে দিন-রাত জলে-স্থলে নিজেকে ঝরায়!

“পাগল লোকটি / মুসা আল হাফিজ” এ একটি মন্তব্য

  1. মুসা আল হাফিজের কবিতা – সাইফ আলি এভাটার

    […] সংগীত৮৬. নাটক৮৭. গণতন্ত্র৮৮. লোকটি৮৯. পাগল লোকটি৯০. আকাশে মার্চপাস্ট করছে ঈদের সকাল৯১. […]

    Like

এখানে আপনার মন্তব্য রেখে যান