লোকটি / মুসা আল হাফিজ

লোকটি আকাশের হাত হাতে নিয়ে ভাগ্যরেখা দেখে আর
ধমকে সরে না এমন মেঘকে
ধমক দিয়ে বলে,
সরে যাও কুণ্ডুলিপাঁকানো কালো সাপ!

লোকটি প্রদীপ নিয়ে সারা দিন আলো খুঁজে দিনের আলোয়!
লোকটি সারাবেলা
ছোট ছোট ছোট ছোট ছোট ছোট ছোট ছোট
শূন্যের মধ্যে হিসেব করছে-
জিরো প্লাস জিরো জিরো প্লাস জিরো…

লোকটি কার কথা বলছে?
লোকটি কীসের ভাষ্যকার?

“লোকটি / মুসা আল হাফিজ” এ একটি মন্তব্য

  1. মুসা আল হাফিজের কবিতা – সাইফ আলি এভাটার

    […] সত্ত্বার সংগীত৮৬. নাটক৮৭. গণতন্ত্র৮৮. লোকটি৮৯. পাগল লোকটি৯০. আকাশে মার্চপাস্ট […]

    Like

এখানে আপনার মন্তব্য রেখে যান