সাম্প্রতিক পৃথিবী / মুসা আল হাফিজ

দুধের গামলায় ক্লেদাক্ত পা ডুবিয়ে
ঘেউ ঘেউ করছে নেড়ে কুকুর
রক্তাক্ত সবুজ পড়ে আছে মৃত গোলাপদের মাঝখানে

জখমী সূর্য থেকে চুইয়ে পড়ছে লাল পুঁজ আর
সন্ধ্যার লাল প্রস্রাব

প্রতিধ্বনি আর ছায়ামূর্তিরা ইতিহাস থেকে নেমে আসছে
তারা কাউকে উন্মাদ বানাচ্ছে মেরে ফেলবে বলে !

আটলান্টিক পেরুতে কাদছে সভ্যতার যাযাবর

“সাম্প্রতিক পৃথিবী / মুসা আল হাফিজ” এ একটি মন্তব্য

  1. মুসা আল হাফিজের কবিতা – সাইফ আলি এভাটার

    […] আগুনের মা৮৩. আজ কার জন্ম হয়েছিলো?৮৪. সাম্প্রতিক পৃথিবী৮৫. সত্ত্বার সংগীত৮৬. নাটক৮৭. […]

    Like

এখানে আপনার মন্তব্য রেখে যান