যে পাখি সন্ধ্যাবেলা ঘর ছেড়েছে / সাইফ আলি

যে পাখি সন্ধ্যাবেলা ঘর ছেড়েছে
সে পাখি কোথায় গেছে?
তাকে আর ফিরে পাওয়ার
আশা করিসনে রে মন
গিয়েছে ফুরিয়ে পাখির প্রয়োজন।।

পাখিটা সকালবেলা ফুলবাগানে
গেয়েছে ডালে ডালে, তার সে গানে
ভরেছে হৃদয় কি তোর
বুকের ভিতর সে যন্ত্রণা?
ওসবে দিসনেরে কান, কুমন্ত্রণা;
তাকে তুই ভুলে যাওয়ার কর আয়োজন।

পাখিটা ভরদুপুরে মেললো ডানা
কতদূর তার সীমানা, কার তা জানা?
যেনো সে আকাশ ছোঁবে,
ফুল ফুটোবে মেঘের দেশে!
শুনে তার স্বপ্ন সবাই উড়োয় হেসে।
তাকে তুই অমন ভালোবাসিসনে শোন…

বিকেলে মলিন পাখি ফিরলো ঘরে
পুড়িয়ে পালক পাখা ভীষণ জ্বরে
তবু তুই পাখির প্রেমে মজলি রে মন!

০৫/০৯/২২