পাথর চাপা ঘাসের মতো মনটা কেনো বর্ণহীন
হাজার ফুলের বাজার ঘুরে চল করি আজ মন রঙিন।।
আজ পাখির ঝাঁকে উড়বো চল
বন বনানী ঘুরবো চল;
দুখ ভুলিয়ে বুক ফুলিয়ে আসবো নিয়ে নতুন দিন।।
আকাশ বাতাস ডাকছে, আয়
দোয়েল, ঝিঁঝিঁ গান শোনায়
জোনাক জ্বলে, অস্তাচলে
বখতিয়ারের আওয়াজ পাই।
চল শহীদ তিতুর কেল্লাতে
ঝাঁক বেঁধে আজ একসাথে;
স্বাধীনতার নিশান উড়াই, নতুন কোরে হই স্বাধীন।।
০৩/০২/২৩
এখানে আপনার মন্তব্য রেখে যান