কি বিষন্ন রোদেলা দুপুর / সাইফ আলি

কি বিষন্ন রোদেলা দুপুর
কি বিপন্ন আহত এ সুর।।

মনের জানালা বন্ধ
দেখছে না কেউ, যেনো অন্ধ
সময়ের পিঠে সওয়ার হয়ে
চলেছি দূর বহু দূর…

অবসরে সুখ আর শান্তি
ঘিরে আছে ভুল আর ভ্রান্তি
পাথরের জড়তা হৃদয়ে
দু’ঠোঁটে বিষাক্ত আঙুর।

দু’ফোটা এনে দাও বৃষ্টি
দাও সে বেলালের দৃষ্টি
পিপাসা মিটাও প্রভু
কলবে ঢেলে দাও নূর।

১২/০২/২৩

এখানে আপনার মন্তব্য রেখে যান