নির্ঝর কেঁদোনা / সাইফ আলি

নির্ঝর কেঁদোনা
তোমার ঐ বেদনা
তোমারই স্রোতে মিশে যায়…
তুমি যদি বলো-
‘ঝাঁপ দিই চলো
সাগরে’ আমি কি পালাই?

তোমার শীতল জলের আঘাতে
ক্ষয়ে যাক পাথর এ বুকের,
তোমার ছোঁয়ায় জাগুক হৃদয়
নীড় হোক সবুজ সুখের।।
তোমার সুরে তোমার ছন্দে
মাতি তোমার ইশারায়।

নির্জন পাহাড়ে তোমার বসতি
তুমি পাহাড়ের আভরণ
তোমায় ছুঁলে কি লাভ কি ক্ষতি
সে হিসাব করেছে কে কখন।।
তোমার দর্শন জাগায় শিহরণ
তুমি পোড়ো কোন পিপাসায়!

১৭/০২/২৩

এখানে আপনার মন্তব্য রেখে যান