তোমার বিষণ্নতার ছাদে / সাইফ আলি

তোমার বিষণ্নতার ছাদে
আমি আসবো কদিন বাদে
তুমি আমার জন্যে তোমার মনের দরজা খোলা রেখো,
তুমি চাঁদের কাছে এখন নাকি একলা থাকা শেখো?

তুমি রাগ কোরোনা প্রিয়
আর কদিন বাদেই ছুটি
এবার আসলে ফিরে
দেখবে আমার পোক্ত হাতের রুটি।

অভিমান কোরোনা প্রিয়
এই কর্মচারীর প্রেমে
কোনো খুঁত পাবে না,
খুঁত যা পাবে- দিনযাপনের ফ্রেমে।
আর এ খুঁত নিয়েই বাঁচতে হবে এটুক মনে রেখো…

তুমি জানলে অবাক হবে
আমি মেঘ করেছি জমা
ভেঙে বৃষ্টি এলেই তাতে
তুমি ভিজবে প্রিয়তমা,
তুমি ভিজবে দারুণ সুখে
তোমার মেঘলা ভারি মুখে
আমি হাত ছোঁয়াতেই বিজলি তখন
চমকাবে খুব দেখো।

এই একলা জীবন জানো
লাগে রাত্রি এলেই ভারি
আমি প্রেমিক হতাম আরো
যদি থাকতো জমিদারি,
এই মেস খরচের খাতা
যেতো কাব্য কলার খাতে
ভাবো স্বচ্ছলতার মাঝে
তুমি হাত রেখেছো হাতে!
এই কর্মচারীর প্রেমে কোনো খুঁত পাবে না প্রিয়
খুঁত যা পাবে একটু না হয় আড়াল করেই রেখো।

১৯/০২/২৩

এখানে আপনার মন্তব্য রেখে যান