তুমি সুরে সুরে গাও
যেখানে যা পাও
আমার গানটা গাওনা,
তুমি সব মনে রাখো
ঠিকঠাক শুধু
ভুলে যাও আমার পাওনা।।
তুমি দ্বারে দ্বারে করো সুখ-দুখ ফেরি
আমার দ্বারে তো আসো না,
তুমি যতো যায় বলো আমাকে আসলে
মন থেকে ভালোবাসো না।
প্রিয়, ছলাকলা ছাড়ো, মুখ ফুটে শুধু
বলো একবার – চাও না।
এই অগোছালো দিন রাত্রির পেটে
যাপনের চেয়ে গ্লানি কি?
শুধু ফুলগুলো নিয়ে নাড়োচাড়ো, আমি
নির্জীব ফুলদানি কি?
প্রিয়, অবসর খোঁজো, অবসর খোঁজো,
একটু সময় দাওনা।
২০/০২/২৩
এখানে আপনার মন্তব্য রেখে যান