মাটির প্রেমে মজলিরে মন / সাইফ আলি

মাটির প্রেমে মজলিরে মন
মালিক তোরে ডাকবে যখন
তখন তাঁরে কি বুঝ দিবি বল
মাটির দেহ ঘুমাক পড়ে
তাঁর দুয়ারে চল।।

সপ্ত আকাশ তারার মেলা
যে নাম জপে সারাবেলা
যে নাম জপে বৃক্ষরাজি
পাথর-মাটি-জল
যে যা বলে বলুক রে মন
তাঁর দুয়ারে চল।।

তাঁর দুয়ারে খালি হাতে
কেমনে যাই, কি নিই সাথে
অশ্রুদানায় ভরে তুলি শূন্য করতল।।

দুদিনের এই সফর শেষে
ফিরবি যখন নিজের দেশে
কি কৈফিয়ত দিবিরে মন
করলে তলব বল।।

২১/০২/২৩

এখানে আপনার মন্তব্য রেখে যান