হাঠাৎ সেদিন জানলা দিয়ে / সাইফ আলি

হাঠাৎ সেদিন জানলা দিয়ে
হাত বাড়ালো কেউ
তোমরা দেখো শান্ত নদী
আমি দেখি ঢেউ…

হঠাৎ সেদিন হাত বাড়ালো-
গোলাপ রাঙা হাতে
শিউলিটুকু থেঁতলে গেছে
ঝরলো যে শেষরাতে।

হঠাৎ সেদিন…
হঠাৎ সেদিন চোখ খুলে তার
আকাশ পানে চাওয়া,
তোমরা দেখো আসলো সে, তার
দেখলাম আমি যাওয়া!
থামতে বলে লজ্জা পেতে
চাইনি আমি জানো,
সুঠাম সে ঠিক, তার ভেতরের
আত্মাটা দুমড়ানো!

হঠাৎ সে যেই হাকলো- ওগো,
শুনছো প্রিয়তমা;
আমরা যাকে খুন করেছি!
তার কি আছে ক্ষমা?

২১/০২/২৩

এখানে আপনার মন্তব্য রেখে যান