আজও ধন্য ধন্য রব ওঠে
তোমার নামে হে রাসূল
দরুদ পাঠে হৃদয় মাঠে
শিশির জমে, ঝরে বকুল।।
তোমার দেখানো পথে
হাজার গোলাপ যায় ঝরে
ভুলে সকল স্বার্থ তাদের
বিশুদ্ধ প্রেম অন্তরে।।
জানি তাদের শাফায়াত তুমি
তোমার শাফায়াত হবে কবুল…
যখন তোমার প্রতি সালাম পাঠাই
দরুদ পড়ি তোমার নামে
পাপে তাপে দারুণ খরায়
ঠিক তখনই বৃষ্টি নামে।
আল্লাপাকের নূর দিয়ে
দিয়েছো পথ চিনিয়ে
তুলেছো দুই হাত আবার
অশ্রুতে বুক ভিজিয়ে।।
যাদের জন্য তাদের ক’জন
তোমার প্রেমে হলো ব্যকুল?
যাক ভেঙে যাক তাদের এ ভুল।
২১/০২/২৩
এখানে আপনার মন্তব্য রেখে যান