আমি বাজার করতে শিখিনি এখনো / সাইফ আলি

আমি বাজার করতে শিখিনি এখনো
ঠকে যাই বারবার,
কিভাবে শিখবো বলো এ জটিল
হৃদয়ের কারবার।।

তুমি ভাবুকের মতো পড়ে ফেলো চাঁদ
পড়ে ফেলো গ্রহ তারা
নিশ্বাসে করো প্রেমের আবাদ
বিশ্বাসে ঘরছাড়া।।
আমি কিছুই পারিনা নিজেকে সে কথা
বোঝাই হাজারবার…

আমি একটাই শুধু কৌশল জানি
একটাই পথ চিনি,
প্রিয়তমা আসো সে পথেই হোক
হৃদয়ের বিকিকিনি।।
খুব সংক্ষেপে বাঁধা পড়ি,গড়ি
লাল নীল সংসার।

২৮/০২/২৩