যদি ভুলে যেতে পারি / সাইফ আলি

ভালো হয় যদি ভুলে যেতে পারি
খুব তাড়াতাড়ি
অতীতকে নিয়ে এতো বাড়াবাড়ি ভালো নয়
ভালো হয় যদি ভুলে যেতে পারি;
অথচ আনাড়ি এখানেও আমি, পারিনা;
পারছি না কিছুতেই যে!
যতবার ভাবি শুধু কল্পনা, কে যেনো চেঁচায়- ‘সেই যে!
ডাগর দুচোখ সাগর সুনীল ঢেউ টলমল টলকায়!!’
পাথরের মতো আমি আছি খাড়া
কে যেনো ভেতরে ছলকায়!
‘আহারে আনাড়ি!’ নিজেকে শাসাই,
‘কোন সে আশায় ভুললি
ভোলার শপথ; এতো তাড়াতাড়ি
স্মৃতির জানালা খুললি!’

চাইনি খুলতে, চেয়েছি ভুলতে; করেছি জানালা রুদ্ধ
তবু সে দানব ঝড় হয়ে যেনো গিলছে সকলই শুদ্ধ!

‘আঙুরের মতো টসটসে ভোর
দুয়ারে দাঁড়িয়ে কাঁদলো!
হতোভাগা তোর জানালায় চোখ!
রাত্রির চুলে বাঁধলো?
কেটে ফেল ঐ বাঁধন এখনই মুক্ত হাওয়ায় দুলতে…’
যতবার ভাবি ভুলে যাবো, হায়! কিছুই পারিনা ভুলতে…

১৭/০৩/২৩