আমি অন্ধকারে পথ পেয়েছি আলোয় দিশেহারা,
আমায় রেখো তাদের পথে তোমায় পেয়েছিলো যারা।।
আমার মনের আকাশ নীলে
যেটুক দুঃখ ঢেলেছিলে
সেটুক ছিলো রহম ধারা
আমি বুঝেছি ইশারা, তোমার গোপন ইশারা!
আমায় রেখো তাদের পথে ভালোবেসেছিলো যারা…
তুমি পোড়াও যদি পুড়ি
আমার অবাধ্য মনঘুড়ি
থাকুক তোমার নিয়ন্ত্রণে…
আমার শূন্য চোখের ধারে
যে জল, বাসলে ভালো তারে;
দিলে ক্ষমার অঙ্গিকার!
আমায় রেখো তাদের দলে তোমায় ছাড়া এ সংসার
ছুড়ে ফেলেছিলো যারা।
০৬/০৫/২৩
এখানে আপনার মন্তব্য রেখে যান