আমি কোন সাগরের জল সেঁচেছি / সাইফ আলি

আমি কোন সাগরের জল সেঁচেছি
কোন পাথরের মন যেচেছি
কোন পাহাড়ের চুড়ায় উড়ো
মেঘের কাছে প্রেম বেচেছি
সারা জীবন ধরে;
আমি ফিরছি মুসাফিরের বেশে আমারই শহরে!!

যার আছে দুই পাখির ডানা
কে বেঁধে দেয় তার সীমানা;
কার দু’চোখে তার বিরহে
বৃষ্টি খেলা করে??

আমি ঘুমিয়ে পড়ার ভান করি রোজ
স্বপ্ন দেখার লোভে,
স্বপ্নরা ঘাড় বাঁকিয়ে রাখে
না জানি কোন ক্ষোভে!

পাতাবাহার দুঃখটা যার
মুখে মুখে তার সমাচার
যতই রঙিন কষ্ট পুষে
রাখুক সে অন্তরে।

২৩/০৫/২৩