যে আগুনে পুড়ি আমি
যেই জলে ভাসি,
সে আগুন না ছুঁয়েই
সেই জলে না নেমেই
করো হাসাহাসি।।
কারো কারো জীবনের অর্থ
অভিধান ঘেঁটে বের করা যায় না,
কোনো কোনো কবিতার মর্ম
ভাষা জ্ঞান খাটিয়েই ধরা যায় না।।
যতটাই পথ চলা হোক পাশাপাশি…
কতো কথা থাকে কতো স্বপ্ন
যাপিত এ জীবনের আড়ালে
বেজে ওঠে প্রিয়তম কত সুর
হঠাৎ জীবন থেকে হারালে।
ঝরে পড়া বকুলের গন্ধ
বুকে ধরে বেশিক্ষন রাখা যায় না,
ক্যানভাস শত রঙে ডুবালেও
কিছু ছবি কোনোদিন আঁকা যায় না।।
কিছু কিছু গল্পের মোহনায়
ধরা দেয় কষ্ট ইলিশ রাশি রাশি…
২৭/০৫/২৩
এখানে আপনার মন্তব্য রেখে যান