মনের কথা বল / সাইফ আলি

এই জল-জোছনা জল
ভেজায় শতদল
তুই মনের কথা বল সখী আজ
মনের কথা বল।।

ঝিঁঝি ঝিঝি চতুর্দিকে
জোনাক জোনাক মন
রূপোর জলে কি টলটলে
মায়াবী উঠোন।।
ও উঠোন তো নয় শীতল পাটি
বিছিয়ে বসি চল।

এই রাত যেনো তোর চুল
আর দরিয়া দুই চোখ
মন-মরুভূমি তোর ছোঁয়াতে
ফুল বাগিচা হোক।

দুরুদুরু কাঁপন বুকের
শুনতে কি পাস তুই,
তোর কাজল গলা বৃষ্টি যখন
আলতো করে ছুঁই??
তোর কান্না হাসি দুটোই আনে
এই পরাণে ঢল।

২৭/০৫/২৩

এখানে আপনার মন্তব্য রেখে যান