মুকুলে আমার ভরে গেছে বন
মৌ মৌ গন্ধে বিমোহিত মন
এই জীবন কানন শেষ হলে দর্শন
ঘুচাও দুচোখ থেকে এই আকর্ষণ।।
পেয়ালা যদি আর খালি নাই থাকে
প্রস্তুত থাকি যেনো তোমার ডাকে
সাড়া দিতে, দয়াময় দূর করে দাও ভয়
সহজ করে দাও কবরের আলিঙ্গন।।
পাথর পুড়িয়ে তুমি জ্বেলেছো যে আগুন
সে আগুন সইবার শক্তিও নাই
ইব্রাহিমের মতো ভক্তিও নাই
তবুও তোমার চেয়ে কে আছে আপন।।
০৬/০৫/২৩
এখানে আপনার মন্তব্য রেখে যান