ফুল পাখিদের দুঃখটা কেউ
বুঝলো নারে বুঝলো না,
শুকনো পাতার মর্মরে তার
যন্ত্রণা কেউ খুঁজলো না।।
দেখলো নদীর জোয়ার ভাটা
পাতলো সুখের জাল,
উঠলে জালে পাবদা পুটি
পড়বে পাতে কাল;
যতই মাছের মতো ছটফটায়া
হোক না জীবন পার
কিসে যন্ত্রণা তার লাঘব হবে
সেই উপশম খুঁজলো না।
ইট পাথরে লাগলো এসি
পদ্মা ধু ধু চর
শইলে যেনে হাত বুলায়া
পুড়াইছে অন্তর।।
হাইরে অন্তর পুড়ার গন্ধ নাকি
ভীষণ চমৎকার
তাইরে আগুন লাগায় বইসা আছে
জলের মায়া বুঝলো না।
১২/০৫/২৩
এখানে আপনার মন্তব্য রেখে যান