ইন্দুরে খাক সোনার দলিল / সাইফ আলি

ইন্দুরে খাক সোনার দলিল
তুই খা বাজান ভাত,
থাকতো যদি আমার এখন
বলিষ্ঠ দুই হাত!!

চোখের জ্যোতি নেই এখন আর
মরলি ক্ষতি নেই
করছি দুআ দিনগুলো তোর
কাটুক আনন্দেই।।
বাজান করতি যদি ধাড়ে ইদুর
সমূলে উৎখাত!

ভাবছিস তুই আগের মতো
শিয়াল কুকুর নেই
সব হারাবি ভিটে মাটি
মনের অজান্তেই।।
বাজান ইন্দুরে কইল নেইনা বিরাম
কাটে সারারাত।

২৯/০৫/২৩

এখানে আপনার মন্তব্য রেখে যান