মনে না মানে যদি / সাইফ আলি

মনে না মানে যদি
শুকিয়ে যাবে নদী
কে নেবে নিরবধি সাগর পানে
ছুটে চলার দায়।
যদি মনে না চায়…

মনে না হলে বোঝা
সে বোঝা বহন সোজা,
চাপানো সামান্যটাও
দেয় না মনে সাই…

মনে না ধরলে বাগান
ফুলেরা ছড়ায় না ঘ্রাণ,
পাখিরা সমস্বরে
বেসুরো গান গায়…

৩০/০৫/২৩

এখানে আপনার মন্তব্য রেখে যান