শহরের চাঁদ নিজেকে দিওনা ধোকা / সাইফ আলি

শহরের চাঁদ নিজেকে দিওনা ধোকা
জোছনার জালে আটকাতে পারবে না
তুমি মেঘের আড়ালে লুকাও
এই ঘড়ির কাটারা তোমাকেও ছাড়বে না।।

শত যানজট ভেঙে ঘরে ফিরতেই দেরি
তুমি সেই অবেলায় জোছনা করছো ফেরি
শহরের চাঁদ তুমি কি ভীষণ বোকা-
পরাজিত তুমি, কেনো ভাবো হারবে না?

ওগো শিউলি বকুল হাস্নাহেনারা শোনো
ব্যাংকে এখনো তোমাদের নামে একাউন্ট নেই কোনো
তাই ভালোবাসাটুকু জমা করা হচ্ছেনা।

এই শহর-থিয়েটারের মঞ্চে চোখ ঝলসানো আলো
তবু প্লাস্টিকে মোড়া গোলাপ, রজনী, পদ্মেরা নেই ভালো
চ্যাটজিপিটির যুগে নাকি কেউ কারো ধার ধারছে না!

৩০/০৫/২৩