তোমার দেখানো পথ ভুলে গিয়ে / সাইফ আলি

তোমার দেখানো পথ ভুলে গিয়ে অযথা এনেছি দ্বন্দ
তবু আকাশের দরজা তোমার করোনি এখনো বন্ধ
রহম ধারায় ভেসে ভেসে আজ ঘাটে যে ভীড়াবো তরী
ভরা শূন্যতা লুকাবো কোথায়, এ বিষাদ শর্বরী ।।

তারা গুণে গুণে রাত ক্ষয়ে গেছে
বুড়ো হয়ে গেছে বট
সব সঞ্চয় ঢেলে দিতে রাজি মিটাতো এ সংকট;
মনে প্রশান্তি দাও, কুদরতি হাত বাড়াও তোমার, ধরি…

জীর্ণ বস্তি তবু্ও স্বস্তি মিলেছে হৃদয়ে কারো
তুমিইতো ঢেলে দিয়েছো সে সুধা, তুমিইতো দিতে পারো
প্রাসাদে প্রাসাদে এতো জ্বালা তাপ
পিপাসায় পুড়ে মরি…

০২/০৬/২৩