আমি আজ
খোলা জানালায় হাত রেখেছি
তোমার খেলায় উৎরে গেছি
আমাকে পারোনি হারাতে
আমি পেরেছি নিজেকে নিজের মতো
গুছিয়ে একা পা বাড়াতে….
মেঘে ঢাকা চাঁদ সকল অপবাদ ছিন্ন করে
উঠলে তখন এই শহরে
তোমাকেও স্বাগত; এসো তুমিও
দু’হাতে পারো যা লুফে নিও…
কেউ দেবে না বাধা সে রাতে।
সঙ্কীর্ণ সময় পার করেছি
এখন অসীমের পথ ধরেছি
চিনেছি আমার মঞ্জিলে মাকসুদ
ডেকো না, পারবেনা ফেরাতে…
০৩/০৭/২৩
এখানে আপনার মন্তব্য রেখে যান