বন্ধুরে তোর সহজ সরল অংকটা খুব জ্বালাচ্ছে / সাইফ আলি

বন্ধুরে তোর সহজ সরল অংকটা খুব জ্বালাচ্ছে
সূত্ররা সব পাখির মতো একলা ফেলে পালাচ্ছে
আমি অঙ্কে কাঁচা এমন তো নয় তবুও কেমন ঘামছি আজ
বুকের ভিতর ঘন্টা বাজে শুনতে কি পাস তার আওয়াজ!!

কোন আকাশের দরজা খুলে দাঁড়িয়ে আছিস কোথায় তুই
তোর খোঁজে আজ বেরিয়ে দেখি তারার মতোন হাসছে জুঁই!!
তুই কি এখন রাজত্বে তোর ইচ্ছে মতোন করিস রাজ?

একসাথে পথ হয়নি চলা খুব বেশি দূর তাই তখন
অনেক কথাই হয়নি বলা চেয়েছে যা বলতে মন।।
ভেবেছিলাম আর কিছু পথ হেঁটেই না হয় খুলবো ভাঁজ…

১৮/০৭/২৩