কোথায় তোমার প্রেমের নদী / সাইফ আলি

কোথায় তোমার প্রেমের নদী
কোথায় তোমার জল,
তোমার দেওয়া দুখ সাগরের
পাইনি খুঁজে তল।।

প্রজাপতির রঙিন পাখায়
কিংবা ফুলে ফুলে
চোখ রেখেছি থাকবো বলে
বন্ধু তোমায় ভুলে।।
হয়নি তারা সঙ্গী কেহ
সব কি তোমার দল?

মনের ব্যথা মনেই চেপে
চাঁদ তারাদের বলি
চল সারারাত বন্ধু হয়ে
খেলবো গানের কলি।।
আমায় তারা দেয় ফিরিয়ে
কোরে নানান ছল।

রূপ সাগরে ডুবে মরে
একলা একা চাঁদও,
ও চোখ বলে আড়াল পেলেই
তুমিও নাকি কাঁদো!

১৮.০৭.২৩

এখানে আপনার মন্তব্য রেখে যান