আজ মেঘলা দিনে মন হারাবো / সাইফ আলি

আজ মেঘলা দিনে মন হারাবো, বৃষ্টি হবো
তোর ডাগর ডাগর ঐ দুচোখের দৃষ্টি হবো
আজ কান্না হবো হাসি হবো ধ্বংস হবো
ফের সৃষ্টি হবো; আজ বৃষ্টি হবো।।

আজ মেঘলা দিনে সৃষ্টি হবে কাব্য কলা
জ্বলবে আলো, আসবে ভেসে মেঘের গলা
সেই ভরাট গলার শব্দে কারো কাপলে পাখা
আমি বৃক্ষ হবো, জাপটে ধরুক আমার শাখা।।
আমি প্রেমিক হবো, ঐ দুচোখের দৃষ্টি হবো।

আজ মেঘলা দিনে তোমার ভেজা চুলের ফাঁকে
আমি খেই হারাবো, সেদিন যেমন পথের বাঁকে
হারিয়েছিলাম, দাঁড়িয়ে ছিলাম অবাক চোখে;
আঙুল তুলে – ঐতো কবি! বললো লোকে।।
আমি কবির চোখে নতুন করে সৃষ্টি হবো।

২৭.০৭.২৩

এখানে আপনার মন্তব্য রেখে যান